প্রকাশ : ৩০ আগস্ট ২০১৯, ১২:৫৯:২৫ |
মেসি-রোনালদোকে হারিয়ে বর্ষসেরা ভ্যান ডাইক
ডেস্ক রিপোর্ট
প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। আর প্রথম সুযোগেই গড়লেন ইতিহাস। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ভ্যান ডাইক।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় ডাইকের নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ২৮ বছর বয়সী এ খেলোয়াড়।
২০১১ সালে এই পুরস্কার চালুর পর ডাইক প্রথম ডিফেন্ডার হিসেবে জিতলেন শ্রেষ্ঠত্বের মুকুট। সর্বোচ্চ তিনবার এ পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির শোকেসে এ পুরস্কার গেছে দুইবার। এছাড়া ২০১২ সালে আন্দ্রেস ইনিয়েস্তা, ২০১৩ সালে ফ্রাঙ্ক রিবেরি এবং ২০১৮ সালে লুকা মদ্রিচ এ পুরস্কার জিতেছিলেন।
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পাশাপাশি ডাইক বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কারও পেয়েছেন। সবশেষ দুই আসরে এ পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।
লিভারপুলের হয়ে গত মৌসুমে কোনো ম্যাচ মিস করেননি ডাইক। ৩৭ ম্যাচে দলের হয়ে কেবল ৩৫ মিনিট মাঠের বাইরে ছিলেন লিভারপুলের এ ডিফেন্ডার। রক্ষণে অসাধারণ পারফরম্যান্সে লিভারপুলের জালে হতে যাওয়া ২০টি গোলের প্রচেষ্টা নষ্ট করে দেন তিনি। দারুণ দক্ষতায় রক্ষণ সামলানোর পাশাপাশি অলরেডসদের হয়ে ৪টি গোল করেছেন এ ডাচ তারকা।
লিভারপুলকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভন ডাইক। ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজন ও প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার পেয়েছিলেন। এবার পেলেন ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট।
চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে অংশগ্রহণ করা ক্লাবগুলোর ৮০ জন কোচ এবং ইউরোপীয়ান স্পোর্টস মিডিয়ার ৫৫ জন সাংবাদিকের ভোটে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়। সংক্ষিপ্ত তালিকা থেকে ভোট নেওয়া হয়। খেলোয়াড়দের নামের পাশে পাঁচ, তিন এবং এক পয়েন্ট করে দেন তারা। ডেইলি মেইল বলছে, মেসি ও রোনালদোর চেয়ে তিনগুণ বেশি পয়েন্ট পেয়ে এবারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভ্যান ডাইক।
এক নজরে পুরস্কার প্রাপ্তদের তালিকা:
উয়েফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)
উয়েফা উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার: লুসি ব্রোঞ্জ (অলিম্পিক লিঁও)
বেস্ট গোলকিপার অফ চ্যাম্পিয়ন্স লিগ: অ্যালিসন বেকার (লিভারপুল)
বেস্ট ডিফেন্ডার অফ চ্যাম্পিয়ন্স লিগ: ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল)
বেস্ট মিডফিল্ডার অফ চ্যাম্পিয়ন্স লিগ: ফ্রাঙ্কি ডি ইয়ং (আয়াক্স)
বেস্ট ফরওয়ার্ড অফ চ্যাম্পিয়ন্স লিগ: লিওনেল মেসি (বার্সেলোনা)
উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড: এরিক সান্টোনা
এই পাতার আরো খবর
সর্বশেষ সংবাদসর্বাধিক পঠিত
- ভুয়া রপ্তানি দেখিয়ে ৩.৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- খুলনায় ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু
- সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তাপমাত্রা কমবে
- মেয়েদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা দায়ে আটক ৫
- স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি
- চট্টগ্রামে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু
- সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
- ময়মনসিংহে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল’ সেপ্টেম্বরে
- এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনো আপস করেননি: জিএম কাদের
- আসামে এনআরসির চূড়ান্ত তালিকায় নেই ১৯ লাখ
- সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
- জুনিয়র অফিসার ও অন্যান্য পদে কর্মী নেবে বিকাশ
- আসামে এনআরসির চূড়ান্ত তালিকায় নেই ১৯ লাখ
- মেয়েদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা দায়ে আটক ৫
- প্রকল্প প্রকৌশলী নেবে মধুমতি ব্যাংক
- সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তাপমাত্রা কমবে
- ময়মনসিংহে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল সেপ্টেম্বরে
- বিএনপি খুনিদের দল: শেখ হাসিনা
- এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনো আপস করেননি: জিএম কাদের
- টেস্টে ফিরলেন সাকিব-তাসকিন-মোসাদ্দেক