প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১০:১১:২২ |
হাইকোর্টের আদেশ স্থগিত
নবম ওয়েজ বোর্ড: রায় এলো সাংবাদিকদের পক্ষে
নিজস্ব প্রতিবেদক
সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধিতে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ শুনানি করেন। শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়। এর ফলে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, ‘আমরা চেয়েছিলাম, আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করে যেন মজুরি বোর্ড সিদ্ধান্ত নেয়। সোমবার আদালতের মনোভাব ছিল, শ্রমবিধির ১২৮ অনুযায়ী অংশীজনদের সঙ্গে আলোচনা করে যেন বোর্ড সিদ্ধান্ত নেয়। আজ শুনানির পর আদালত বলেছে যে, ১২৮ বিধি অনুযায়ী প্রসিডিউর ফলো করার দরকার নেই। হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে। এখন সরকার গেজেট প্রকাশ করতে পারবে। আর রুলটা বহাল থাকছে। অর্থাত্, ওয়েজবোর্ডের সিদ্ধান্ত যা তথ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে, তথ্য মন্ত্রণালয় এটাকে চূড়ান্ত করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল, সেই পদক্ষেপ নিতে পারবে। সরকার এখন গেজেট প্রকাশ করতে পারবে এবং গেজেট প্রকাশিত হলে মজুরি বাস্তবায়নের জন্য এটা আইন হিসেবে গণ্য হবে।
নবম ওয়েজবোর্ড চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এই রিট করেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে এর সভাপতি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্ট নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করে। এছাড়া শ্রম বিধিমালার ১২৮ বিধি অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজবোর্ড চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, তথ্যসচিব, শ্রমসচিব ও নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়। হাইকোর্টের ওই স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এই পাতার আরো খবর
সর্বশেষ সংবাদসর্বাধিক পঠিত
- ভুয়া রপ্তানি দেখিয়ে ৩.৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- খুলনায় ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু
- সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তাপমাত্রা কমবে
- মেয়েদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা দায়ে আটক ৫
- স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি
- চট্টগ্রামে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু
- সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
- ময়মনসিংহে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল’ সেপ্টেম্বরে
- এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনো আপস করেননি: জিএম কাদের
- আসামে এনআরসির চূড়ান্ত তালিকায় নেই ১৯ লাখ
- সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
- জুনিয়র অফিসার ও অন্যান্য পদে কর্মী নেবে বিকাশ
- আসামে এনআরসির চূড়ান্ত তালিকায় নেই ১৯ লাখ
- মেয়েদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা দায়ে আটক ৫
- প্রকল্প প্রকৌশলী নেবে মধুমতি ব্যাংক
- সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তাপমাত্রা কমবে
- ময়মনসিংহে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল সেপ্টেম্বরে
- বিএনপি খুনিদের দল: শেখ হাসিনা
- এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনো আপস করেননি: জিএম কাদের
- টেস্টে ফিরলেন সাকিব-তাসকিন-মোসাদ্দেক