প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ১৩:০৬:৫০ |
চলে গেলেন কথাসাহিত্যিক রিজিয়া রহমান
ডেস্ক রিপোর্ট
একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান (৮০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
আজ শুক্রবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর জন্ম ১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে। ৪৭-এর দেশভাগের পর পরিবারের সঙ্গে তিনি বাংলাদেশে চলে আসেন। এরপরে শৈশব-কৈশোর, বেড়ে ওঠা, পড়াশোনা সবই বাংলাদেশে।
রিজিয়া রহমান ইডেন মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৬৫ সালে এই কলেজ থেকেই স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সাহিত্য পত্রিকা ‘ত্রিভুজ’র সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন রিজিয়া রহমান। জাতীয় জাদুঘরের পরিচালনা বোর্ডের ট্রাস্টি ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের কার্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তিন বছর বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্যও ছিলেন।
রিজিয়া রহমান বাংলাদেশের অন্যতম কথাসাহিত্যিক। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের একজন খ্যাতনামা ঔপন্যাসিক তিনি। তাঁর লেখালেখির শুরু ষাটের দশকে। গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তবে মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই।
নিজের লেখনির মাধ্যমে বাংলা সাহিত্য জগতে প্রায় ছয় দশক ধরে অবদান রেখেছেন রিজিয়া রহমান। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: অগ্নিসাক্ষরা, ঘর ভাঙা ঘর, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অলিখিত উপাখ্যান, সূর্য-সবুজ-রক্ত, অরণ্যের কাছে, উত্তর পুরুষ, শিলায় শিলায় আগুন, হে মানব মানবী, নদী নিরবধি, পবিত্র নারীরা এবং সীতা পাহাড়ে আগুন। অভিবাসী আমি ও নদী নিরবধি নামে দুইটি আত্মজীবনীও লিখেছেন এই প্রখ্যাত ঔপন্যাসিক।
লেখালেখির স্বীকৃতি হিসেবে রিজিয়া রহমান ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। এছাড়াও যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি সাহিত্য পুরস্কার, আসফ-উদ-দৌলা রেজা স্মৃতি পুরস্কার, বাংলাদেশ লেখক সংঘ সাহিত্য পুরস্কার, কমর মুশতারি সাহিত্য পদক, অনন্যা সাহিত্য পুরস্কার ও নাসিরউদ্দীন স্বর্ণপদক লাভ করেন তিনি।
এই পাতার আরো খবর
সর্বশেষ সংবাদসর্বাধিক পঠিত
- ভুয়া রপ্তানি দেখিয়ে ৩.৭৬ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- খুলনায় ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু
- সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তাপমাত্রা কমবে
- মেয়েদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা দায়ে আটক ৫
- স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি
- চট্টগ্রামে ডেঙ্গুতে এক ব্যক্তির মৃত্যু
- সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
- ময়মনসিংহে ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল’ সেপ্টেম্বরে
- এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনো আপস করেননি: জিএম কাদের
- আসামে এনআরসির চূড়ান্ত তালিকায় নেই ১৯ লাখ
- সদরঘাটে আনসার আল ইসলামের দুই সদস্য আটক
- জুনিয়র অফিসার ও অন্যান্য পদে কর্মী নেবে বিকাশ
- আসামে এনআরসির চূড়ান্ত তালিকায় নেই ১৯ লাখ
- মেয়েদের নামে ফেসবুকে আইডি খুলে প্রতারণা দায়ে আটক ৫
- প্রকল্প প্রকৌশলী নেবে মধুমতি ব্যাংক
- সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, তাপমাত্রা কমবে
- ময়মনসিংহে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল সেপ্টেম্বরে
- বিএনপি খুনিদের দল: শেখ হাসিনা
- এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনো আপস করেননি: জিএম কাদের
- টেস্টে ফিরলেন সাকিব-তাসকিন-মোসাদ্দেক